বাংলা ভাষায় আদিবাসীদের ব্লগসাইট

‘আদিবাসীরাও তথ্যপ্রযুক্তিতে অবদান রাখবে’—এ স্লোগান সামনে রেখে চালু হয়েছে ‘আদিবাসী অনলাইন কমিউনিটি অব বাংলাদেশ’ নামের
আদিবাসীদের প্রথম বাংলা ব্লগসাইট। এই ব্লগসাইটের উদ্যোক্তা রাজশাহীর ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) শিক্ষার্থী সমর মাইকেল সরেন।
www.w4study.com  ঠিকানার এই ব্লগসাইট সম্পর্কে সমর মাইকেল সরেন জানান, কোনো জাতি, গোষ্ঠী বা সম্প্রদায়কে পশ্চাতে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। অনেক আগে থেকে দেশে বসবাসরত আদিবাসীরা নানা সমস্যায় জর্জরিত। আদিবাসীদের তথ্যপ্রযুক্তিতে আগ্রহী করে তোলার পাশাপাশি তাদেরকে দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্যেই আদিবাসীদের ওয়েব ব্লগ চালু করা হয়েছে।
গত বছরের ২ অক্টোবর চালু হয়েছে এই সাইট। ব্লগসাইটের প্রধান নেটওয়ার্কার শাহ নেওয়াজ পাভেল জানান, বর্তমানে এ সাইটে বাংলায় ব্লগ লেখা ছাড়াও অনলাইন টিভি চ্যানেল, ওয়েবসাইট তৈরির কৌশল ইত্যাদি শেখানো হয়। দূরশিক্ষণের মাধ্যমে বেশ কিছু কোর্সও করানো
হয় এ সাইটের মাধ্যমে। আদিবাসী অনলাইন কমিউনিটি অব বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা পরিমল আইন্ড জানান, এ ওয়েব ব্লগের মাধ্যমে অনলাইন রেডিও চালু, ই-কমার্সভিত্তিক পূর্ণাঙ্গ অনলাইন ফার্ম চালু করাসহ আদিবাসী লেখকদের বইয়ের পিডিএফ সংস্করণ প্রকাশ
করার কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই এসব কাজ সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন.

0 comments:

Post a Comment